মার্কিন মুলুকে পণ্য রপ্তানি, ১ আগস্ট থেকে দেশে দেশে শুল্কহার
বিশেষ প্রতিবেদন , রায়গঞ্জ, ১ আগস্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে আজ, ১ আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে ট্রাম্পের নতুন শুল্কহার–
১০ শতাংশ : ব্রাজিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যুক্তরাজ্য এবং নির্বাহী আদেশে তালিকাভুক্ত নয় এমন অন্যান্য দেশ।
১৫ শতাংশ : আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, আইভরি কোস্ট, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইকুয়েডর, নিরক্ষীয় গিনি, ফিজি, ঘানা, গায়ানা, আইসল্যান্ড, ইজরায়েল, জাপান, জর্ডন, লেসোথো, লিচেনস্টাইন, মাদাগাস্কার, মালাউই, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, পাপুয়া নিউ গিনি, দক্ষিণ কোরিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে।
১৮ শতাংশ : নিকারাগুয়া।
১৯ শতাংশ –– কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপিন্স।
২০ শতাংশ –– বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম।
২৫ শতাংশ –– ব্রুনেই, ভারত, কাজাখস্তান, মলদোভা, তিউনিসিয়া।
৩০ শতাংশ –– আলজেরিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা।
৩৫ শতাংশ –– ইরাক, সার্বিয়া।
৩৯ শতাংশ –– সুইজারল্যান্ড।
৪০ শতাংশ –– লাওস, মায়ানমার।
৪১ শতাংশ –– সিরিয়া।
এর বাইরে কিছু বিশেষ ব্যতিক্রম রয়েছে।
কানাডা পহেলা অগাস্ট থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ৩৫ শতাংশ শুল্কের মুখোমুখি হচ্ছে।
মেক্সিকোর ফেন্টানাইল ও গাড়ির ওপর ২৫ শতাংশ এবং ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যা ৯০ দিনের মধ্যে শুরু হবে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পণ্য শূন্য থেকে প্রায় ১৫ শতাংশ শুল্ক আরোপের মুখোমুখি হচ্ছে। এই হার ৭ আগস্ট থেকে কার্যকর করা শুরু হবে।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কহার বিশ্বজুড়ে দেশে দেশে হাহাকার সৃষ্টি করেছে। ট্রাম্পের বিদেশনীতির প্রথম ও শেষকথা হলো মার্কিন মুলুকের স্বার্থরক্ষা। এজন্য তিনি বিশ্বজুড়ে কখন, কী করবেন হয়তো তিনি নিজেও জানেন না সেটা। ফলে বিশ্বে কোথায়, কখন, কীভাবে, কেন আর কে ট্রাম্প তথা মার্কিন যুক্তরাষ্ট্রের কোপে পড়বে জানে না কেউই।
No comments:
Post a Comment